বিনামূল্যে গবাদি পশুদের চিকিৎসা
নিউজ ডেস্ক,মাল: পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিভাগের উদ্যোগে চলছে প্রত্যান্ত গ্রাম্য এলাকা ও চা বাগান এলাকায় ভ্রম্যমান প্রাণী চিকিৎসা।মাল ব্লক প্রাণী সম্পদের সহযোগিতায় ক্রান্তি ব্লকের আনন্দুপুর চাবাগানে অনুষ্টিত হল বিনামূল্যে গবাদি পশুদের চিকিৎসা ও ওষুধ বিতরণ এবং সচেতনতা শিবির।মাল ব্লক প্রাণী সম্পদ ভ্রাম্যমাণ প্রাণী চিকিৎসক ডক্টর অলিভা চৌধুরী জানালেন,আমরা ব্লকের প্রতিটা গ্রামে গোবাদী পশুদের প্রয়োজনীয় ওষুধ দিচ্ছি এবং পশুপালনে সচেতনতা শিবির চালিয়ে প্রচার করছি। এদিন আমরা আনন্দুপুর চাবাগানে ২০৫ টি ছাগল,৫২ টি গরু,১০ টি শুকর, ১০২ টি মুরগি ওষুধ বিতরণ করলাম।স্থানীয় পঞ্চায়েত সদস্য পরিশ্রম চিক বাড়াইক সরকারি ভাবে বিনামূল্যে পশু চিকিৎসায় সহায়তা করার জন্য সরকারকে ধন্যবাদ জানালেন।এদিনের ভ্রম্যমান প্রাণী চিকিৎসা শিবিরে ডক্টর অলিভা চৌধুরী, পঞ্চায়েত সদস্য পরিশ্রম চিক বারাইক, প্রাণীবন্ধু মোহাম্মদ বাদল, প্রাণীমিত্রা টুটুন রায়,মানসুরা বেগম, শ্যামলী রায় প্রমুখ।