বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির
নিউজ ডেস্ক,মালদা: কেউ অসুস্থ হলে প্রায় ৪৫ কিলোমিটার পথ বেয়ে যেতে হয় মালদা। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অনেক রোগী মারাও যান। এবারে সেই প্রত্যন্ত এলাকায় অসহায় মানুষদের কথা মাথায় রেখে বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করল কুতুবগঞ্জের একটি বেসরকারি নার্সিংহোম কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকালে রতুয়া এক নম্বর ব্লকের চাঁদ মনি অঞ্চলের রসুনগঞ্জ গ্রামে আয়োজন করা হয়েছিল এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের। এলাকার কয়েক হাজার অসহায় দুঃস্থ অংশ নিয়েছিল এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে। জেনারেল ফিজিসিয়ান থেকে শুরু করে চক্ষু বিশেষজ্ঞ, জেলার সুনামধর্ম চিকিৎসকরা রোগী দেখেন এদিন। উপস্থিত ছিলেন জেলার বিশিষ্ট চিকিৎসক ইউ রহমান। জানা যায় এদিন এই স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।