বিবাহ বার্ষিকী উপলক্ষে সোনারিতে ২২তম ফুড ATM পরিষেবা

সঞ্জয় কুমার বর্মন,কোচবিহার, ১৩আগস্ট:নিউ কোচবিহার নিবাসী মৃন্ময় প্রামানিক ও বিউটি প্রামানিক এর প্রথম বিবাহ বার্ষিকী উপলক্ষে সোনারিতে
২২তম ফুড ATM পরিষেবা
দুঃস্থ মানুষদের মধ্যে বহাল থাকল।

স্বেচ্ছাসেবী সংগঠন উদ্যোগে উক্ত কর্মসূচি সম্পন্ন হল। তিন শতাধিক মানুষদের মধ্যে ডিম ভাত খাওয়ানোর আয়োজন করা হয়েছে।

বিডিও সংগঠনের কর্ণধার রাজা বৈদ্য জানান, ‘এই মহামারিতে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে ৯টি জায়গায় ২২ তম দিন থেকে আমরা দুঃস্থ দরিদ্র মানুষদের দুপুরের আহার প্রদান করছি। আজকের কর্মসূচি পালিত হল কোচবিহার ২ এর অন্তর্গত গোপালপুর অঞ্চলের সোনারি এলাকায় ।
আজ দুপুরে তিন শতাধিক মানুষের মধ্যে ডিম,ভাত খাওয়ানো ব্যবস্থা করা হয়েছিল। মানুষের পাশে থাকতে পেরে মানসিকভাবে শান্তি পাই বলেই এ কাজ চালিয়ে যাচ্ছে বলে জানান। সারাজীবন এই কাজটাই করে যাবে বলে অঙ্গীকার করেন। নিউ কোচবিহার এর মৃন্ময় ও বিউটি কে ধন্যবাদ, আজকের আয়োজনে পাশে থাকার জন্য।’মৃন্ময় প্রামানিক বলেন, ‘মানুষ মানুষের জন্য।ধারাবাহিকভাবে আজ ২২ তম দিনে বিডিও টিম এই মহামারীতে মানুষদের পাশে দাঁড়াচ্ছে, খুব ভালো লাগছে। ভবিষ্যতে তাদের এই কর্মকাণ্ডের পাশে আমি থাকবো।’ এবারের প্রথম বিবাহ বার্ষিকী অন্যরকম ভাবে পালন হল । কারণ এই মহামারিতে পারিবারিক জামায়াত করা নিষেধ, তাই কিছু মানুষদের পাশে দাঁড়ালাম। প্রতিবছর কিছু না কিছু সামাজিক কাজ করার চেষ্টা করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *