বিভিন্ন কোয়ারেন্টাইন সেন্টার পরিদর্শন করলেন অঞ্চল তৃণমূল নেতৃত্ব
পরিমল বর্মন, ঘোকসাডাঙ্গা, ১৪ জুন:- লক ডাউনে আটকে থাকা বহু পরিযায়ী শ্রমিক ফিরছে বাড়িতে আর বাড়িতে আসা এই শ্রমিকদের গ্রামবাসীরা নিজ নিজ এলাকার স্কুল গুলিতে নিজ উদ্যোগে কোয়ারেন্টাইন সেন্টার করে থাকার ব্যবস্থা করেছে। আর এই পরিযায়ী শ্রমিকদের খবর নিতে রবিবার বিভিন্ন কোয়ারেন্টাইন সেন্টার পরিদর্শন করলেন তৃণমূল কংগ্রেস লতাপাতা অঞ্চল নেতৃত্ব। জানা যায়, মাথাভাঙ্গা ২ ব্লকের বিভিন্ন গ্রামে পরিযায়ী শ্রমিকদের জন্য গ্রামবাসীরা নিজ উদ্যোগে কোয়ারেন্টাইন সেন্টার খুলেছেন। সেরকমই মাথাভাঙ্গা ২ ব্লকের লতাপাতা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে গ্রাম বাসীরা খুলেছে কোয়ারাইন্টাইন সেন্টার। জানা যায় লতাপাতা গ্রাম পঞ্চায়েতে মোট ১৩ টি কোয়ারাইনটাইন সেন্টার রয়েছে। রবিবার তৃণমূল কংগ্রেস মাথাভাঙ্গা ২ ব্লক কমিটির সদস্য সহিদর রহমান, অঞ্চল নেতৃত্ব দীনবন্ধু বর্মন, নন্দকুমার বর্মন, দীপঙ্কর বর্মন প্রমুখরা এই কোয়ারেন্টাইন সেন্টার পরিদর্শন করেন এবং তাদের হাতে কিছু খাবার তুলে দেন। এবিষয়ে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সহিদর রহমান বলেন, আমাদের এলাকার যে সকল ভাই বা বন্ধুরা ভিন রাজ্য থেকে এসেছে তাদের খোঁজ নিতে বা দেখা করতেই যাই। আজ সামান্য কিছু টিফিন আমরা তুলে দিলাম এবং প্রতিটি বুথের নেতা কর্মীদের নির্দেশ দেওয়া হয় যাতে তারা কোনো সমস্যার সম্মুখীন না হয় তাই সব সময় তাদের খোঁজ যেন তারা রাখেন । এ ছাড়াও দলীয় ভাবে প্রতিটি কোয়ারেন্টাইন সেন্টারে দু এক দিনের মধ্যে মাংস ভাতের ব্যবস্থা করা হবে বলেও জানান সহিদর বাবু।