বিয়েতে রাজি হয়ে প্রতারনার শিকার এক যুবতী

নিউজ ডেস্ক,রাজগঞ্জ, ১৮ অগাস্ট: সোশ্যাল মাধ্যমে পাত্র-পাত্রী ওয়েবসাইটে বিয়ের জন্য যোগাযোগ করেন রাজগঞ্জের এক যুবতী। বিয়েতে রাজি হয়ে প্রতারণার শিকার হয়েছেন। যুবতীর সঙ্গে শারীরিক সম্পর্কের পাশাপাশি ২ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায় যুবক। অভিযোগের ভিত্তিতে রাজগঞ্জ থানার পুলিশ মহারাষ্ট্র থেকে এক যুবককে গ্রেপ্তর করে আনে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজগঞ্জের এক যুবতী সোশ্যাল মাধ্যমের পাত্র-পাত্রী সাইটে প্রয়োজনীয় তথ্য দিয়ে যোগাযোগ করেন। সেখানে পরিচয় হয় সামি যাদব নামে ৩১ বছরের এক যুবকের সঙ্গে। নতুন দিল্লিতে ওই যুবকের বাড়ি। যুবতীর পরিবারের পক্ষ থেকে রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগে জানান, প্রায় এক বছর আগে ফোনের মাধ্যমে যুবতীর পরিচয় হয়। সেই সূত্রে যুবকটি কয়েকবার রাজগঞ্জে মেয়েটার বাড়িতে আসে। বিয়েতে রাজি হওয়ায় ওই যুবক হবু শ্বশুর বাড়িতে কয়েকদিন থেকে যায়। এরই মধ্যে মেয়েটির সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। যাওয়ার সময় হবু শ্বশুরবাড়ি থেকে ২ লক্ষাধিক টাকা ও সোনার অলংকার নিয়ে যায় বলে অভিযোগ। কিন্তু তারপর থেকে আর কোনও যোগাযোগ করে না। মেয়েটির বাড়ি থেকেও অনেক যোগাযোগ করলেও যুবকটি গড়িমসি করে । অবশেষে ৩০ জুলাই রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে মহারাষ্ট্রে পৌঁছায়। ১৪ আগস্ট মহারাষ্ট্রের জালনা জেলার সদর বাজার থানার পুলিশের সহযোগিতায় অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানকার আদালতে তোলার পর ট্রানজিট রিমান্ডে রাজগঞ্জ থানায় নিয়ে আসা হয়। এদিনই অভিযুক্তকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। তদন্তের স্বার্থে যুবককে হেফাজতে নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *