বিয়েতে সাহায্যের হাত বাড়িয়ে দিল বড়শৌলমারী অঞ্চল তৃণমূল কংগ্রেস
বিদ্যুৎ কান্তি বর্মন, সিঙ্গিজানি,২৯আগস্ট: মাথাভাঙ্গা বিধানসভার পূর্ব বড়শৌলমারী এলাকার দিন মজুর নজরুল মিঞা মেয়ের বিয়ের জন্য আর্থিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিলো বড়শৌলমারী অঞ্চল তৃনমূল কংগ্রেস। এবিষয়ে তৃণমূল অঞ্চল পরিচালন কমিটির সদস্য ধনিরাম বর্মন জানান সোমবার নজরুল মিঞার মেয়ের বিয়ে তাই আজ শনিবার কিছু আর্থিক সাহায্য করছি যাতে ওনার মেয়ে বিয়ের সামগ্রিক কিনতে কিছুটা সুবিধা হয়। এবং আগামী দিনেও আমরা তৃণমূল কংগ্রেস বিভিন্ন ভাবে পাশে থাকবো।
এই দিনে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপপ্রধান রবীন্দ্রনাথ বর্মন, এসসি এসটি সেল অঞ্চল সভাপতি প্রসেনজিৎ বর্মন,অঞ্চল পরিচালন কমিটির সদস্য সঞ্জিত বর্মন,সহ যুবনেতা আলী হোসেন।