বিয়ের মধ্যস্থতা করে সর্বস্বান্ত ও বিপাকে ঘটক
বিজয় বর্মন,: শীতলকুচি
বৃহস্পতিবার শীতলখুচি ব্লকের পূর্ব শীতলকুচি গ্রামের বাসিন্দা তরণী কান্ত দাস তার ওই গ্রামের এক প্রাপ্তবয়স্ক মেয়ের সাথে শীতলখুচি ব্লকের লালবাজার এলাকার এক ছেলের সাথে বিয়ের সম্বন্ধ করে দেয়, আর এই মধ্যস্থতা করতে গিয়ে সর্বস্বান্ত বিপাকে পড়েন তিনি
ঘটনার বিবরণে জানা যায় গত পাঁচ মাস আগে দুই পরিবারের মধ্যে মধ্যস্থতা করে বিয়ে দেন দুই পরিবারের সমস্ত কিছু ক্ষতি দেখার পর বিয়ে হয় বলে জানা যায়
কিন্তু বিয়ের 15 থেকে কুড়ি দিন পর সেই মেয়ে ছেলে নপুংস বলে অভিযোগ তুলে ঘটকের বাড়ি চলে আসেন এবং ঘটকের সকল সম্পত্তি দখল করার বা 5 লক্ষ টাকা দাবি করেন ঘটকের কাছে এছাড়াও ঘটকের দোকান ও সম্পত্তি ও ঘটক সম্পত্তিতে মেয়ে নিজস্ব ঝান্ডা অভিযোগ করেন ঘটকের বাড়ির উপর আক্রমণ করে এবং প্রাণে মারার হুমকি দেন গ্রামের মাতব্বরদের নিয়ে মেয়ে নিজেই হুমকি দেন বলে জানা গেছে
অবশেষে ঘটক পরিবার নিয়ে পালিয়ে যান এবং ঘটকের ছেলে ও তার পরিবার কে হুমকি দিলে ছেলে তার পরিবারসহ অন্যত্র পালিয়ে যাবে জানা যায়
অবশেষে ঘটক কোন কূলকিনারা না পেয়ে স্থানীয় নেতৃত্ব দের জানাই কিন্তু তারা কোনো সুরাহা দিতে পারিনি সেই কারণে বৃহস্পতিবার শীতলকুচি থানায় লিখিত অভিযোগ করেন