বিরোধী শূন্য মেখলিগঞ্জ, নয়ে নয় শাসক দল তৃনমূল কংগ্রেসের প্রার্থীরা

জামালদহ ও মেখলিগঞ্জ, ২ মার্চঃ বুধবার সকাল সকাল মেখলিগঞ্জ ও হলদিবাড়ি পুরসভার ভোটের ফলাফল প্রকাশিত হয়। এদিন মেখলিগঞ্জ মহকুমা শাসকের অফিসে ভোট গননা কেন্দ্রে ভোট গননা হয়। কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে চলে ভোট গগনা। এদিন ভোটের গননায় দেখা যায়।
মেখলিগঞ্জ পুরসভার ৯ টি ওয়ার্ডের মধ্যে ৯ টিতেই জয়ী শাসক দল তৃনমূল কংগ্রেস। অপর দিকে হলদিবাড়ি পুরসভায় ১১ টি ওয়ার্ডের ১১ টিতেই জয়জয়কার তৃনমূল কংগ্রেসের। এই ৯ টি ওয়ার্ডের ফলাফলে প্রধান দুটি দলের প্রার্থীদের ফলাফলে দেখা গেলো ১ নং ওয়ার্ডের তৃনমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণা বর্মন পেয়েছে ২৭৪ টি ভোট এবং বিজেপি প্রার্থী পিংকি রায় পেয়েছে ১৫৫ টি ভোট। ফলে এই ওয়ার্ডে ১১৯ টি ভোটের ব্যাবধানে জয়ী হয়েছেন তৃনমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণা বর্মন। ২ নং ওয়ার্ডে তৃনমূল কংগ্রেসের প্রার্থী ভারতী বর্মন ভোট পেয়েছেন ৫০৪ টি ভোট এবং বিজেপি প্রার্থী শ্যামলী বর্মন পেয়েছেন ২১৪টি ভোট। ফলে এখানেও ২৯০ টি ভোটের ব্যাবধানে জয়ী হয়েছেন তৃনমূল কংগ্রেসের প্রার্থী ভারতী বর্মন। ৩ নং ওয়ার্ডে তৃনমূল কংগ্রেসের প্রার্থী বাবলু বর্মন পেয়েছেন ৪২৯ টি ভোট এবং বিজেপি প্রার্থী আশেকার রহমান পেয়েছেন ১৭১ টি ভোট। ফলে এই ওয়ার্ডেও ২৫৮ভোটের ব্যাবধানে জয়ী হয়েছেন তৃনমূল কংগ্রেসের প্রার্থী বাবলু বর্মন। ৪ নং ওয়ার্ডে তৃনমূল কংগ্রেসের প্রার্থী রঞ্জিত রায় ভোট পেয়েছেন ৫৬৫ এবং বিজেপি প্রার্থী কৃষ্ণপদ বিশ্বাস পেয়েছেন১৬১ টি ভোট। ফলে এই ওয়ার্ডেও ৪০৪ টি ভোটের ব্যাবধানে জয়ী হয়েছেন তৃনমূল কংগ্রেসের প্রার্থী রঞ্জিত রায়। ৫ নং ওয়ার্ডে তৃনমূল কংগ্রেসের প্রার্থী সোমা ভৌমিক ভোট পেয়েছেন ৩৮৮ টি ভোট এবং জাতীয় কংগ্রেসের প্রার্থী শাহানাজ পারভিন পেয়েছেন ১৫২টি ভোট। বিজেপি এখানে তৃতীয় স্থানে। ফলে এই ওয়ার্ডেও ২৩৬ টি ভোটের ব্যাবধানে জয়লাভ করেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সোমা ভৌমিক। ৬ নং ওয়ার্ডে তৃনমূল কংগ্রেসের প্রার্থী কেশব চন্দ্র দাস ভোট পেয়েছেন ৫৩৯ টি এবং বিজেপি প্রার্থী মিঠু বিশ্বাস ভোট পেয়েছেন১২৬ টি। ফলে এখানেও ৪১৩ টি ভোটের ব্যাবধানে জয়ী হয়েছেন তৃনমূল কংগ্রেসের প্রার্থী কেশব চন্দ্র দাস।

উল্লেখ্য, কেশব চন্দ্র দাস মেখলিগঞ্জ পুরসভার বিদায়ী প্রশাসক। তাই এবারও তাকে প্রার্থী করেছে দল। নতুন পুরবোর্ডেও তিনি প্রশাসক থাকবেন কিনা তা নিয়ে চলছে জল্পনা। ৭ নং ওয়ার্ডে তৃনমূল কংগ্রেসের প্রার্থী প্রভাত পাটনি ভোট পেয়েছেন ২৮৭ টি এবং বিজেপি প্রার্থী সুদীপ কুমার নন্দী পেয়েছেন ১২৬ ভোট। ফলে এই ওয়ার্ডেও তৃনমূল কংগ্রেসের প্রার্থী প্রভাত পাটনি ১৬১ ভোটের ব্যাবধানে বিজেপি প্রার্থীকে পরাজিত করেন। ৮ নং ওয়ার্ডে তৃনমূল কংগ্রেসের প্রার্থী দুলাল দাস পেয়েছেন ৭৭৯ টি ভোট এবং বিজেপি প্রার্থী রাজীব সিংহ সরকার পেয়েছেন ১১২ টি ভোট। ফলে ৬৬৭ টি ভোটের ব্যাবধানে জয়ী হয়েছেন তৃনমূল কংগ্রেসের প্রার্থী দুলাল দাস। ৯ নং ওয়ার্ডে তৃনমূল কংগ্রেসের প্রার্থী দেবাশীষ বর্ধন চৌধুরী ভোট পেয়েছেন ৫৭৮ টি এবং বিজেপি প্রার্থী প্রশান্ত বর্মন পেয়েছেন ২২৮টি ভোট। ফলে এই ওয়ার্ডেও ৩৫০ ভোটের ব্যাবধানে জয়ী তৃনমূল কংগ্রেসের প্রার্থী দেবাশীষ বর্ধন চৌধুরী। ইনিই পুরসভার ৯ টি ওয়ার্ডের তৃনমূল ও বিজেপি প্রার্থীদের মধ্যে সবচেয়ে প্রবীন নাগরিক।
মেখলিগঞ্জ পুরসভার ৯ টি ওয়ার্ডের মধ্যে ৯ টিতেই এবং হলদিবাড়ি পুরসভায় ১১ টি ওয়ার্ডের মধ্যে ১১ টিতেই তৃনমূল কংগ্রেসের প্রার্থীদের এই অভাবনীয় সাফল্যে বিরোধী শূন্য মেখলিগঞ্জ। যদিও হলদিবাড়ি পুরসভার ১ ও ৪ নং ওয়ার্ডের তৃনমূল কংগ্রেসের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। ফলে মেখলিগঞ্জে সবুজের জয়জয়কার। বিজয়ী প্রার্থীদের দলে অভিনন্দন জানিয়েছেন মেখলিগঞ্জ বিধায়ক তথা রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *