বিশেষ কর্মসূচি

রাহুল দেব বর্মন,দিনহাটা:
দিনহাটা হাসপাতালে
হরিজনদের পক্ষ থেকে রাখি বন্ধন ও স্বাধীনতার ৭৫ তম বর্ষ উপলক্ষ্যে বিশেষ কর্মসূচি পালন।
শুক্রবার দুপুরে দিনহাটা মহকুমা হাসপাতালে হাসপাতাল সুপার চিকিৎসক রঞ্জিত মন্ডলকে বরণ করে নিয়ে রাখি পড়ানোর পাশাপাশি আসন্ন স্বাধীনতা দিবসে এবার ৭৫’তম বর্ষে সারা দেশে অমৃত মহোৎসব পালিত হবে। সেই উপলক্ষ্যে হাসপাতাল সুপারের হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়। এদিন নর্থ বেঙ্গল বাসফোর অ্যান্ড হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের তরফে এই কর্মসূচি পালন করা হয়েছে বলে জানা গিয়েছে। সংগঠনের পক্ষে এক সদস্য বলেন বর্তমান সময়ে সমস্ত ধর্মালম্বী ও উচু জাত নিচু জাত সকলেই মানুষ,সেই বার্তা দিতেই আজকের এই কর্মসূচি। এছাড়াও এদিন এই কর্মসূচি নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে দিনহাটা মহকুমা হাসপাতাল সুপার চিকিৎসক রঞ্জিত মন্ডল বলেন হরিজন রাও আমাদের বন্ধু,সমাজে তাদের অবদান অনেক রয়েছে। ব্যাক্তিগত ভাবেই হোক কিংবা সংগঠন ভাবেই হোক। আমরা খুশি তারা সমাজের সব কাজেই এগিয়ে আসছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *