বিশেষ শিবির

মহম্মদ রাসেল,ক্রান্তি:ক্রান্তি ব্লকের ক্রান্তি গ্রাম পঞ্চায়েত এলাকায় উত্তর সারিপাকুরি মৌজায় মাল প্রাণী বিকাশ দপ্তর উদ্যোগে এক বিশেষ শিবির অনুষ্ঠিত হয়। এদিন শিবিরে গরু ছাগল হাঁস মুরগি প্রভৃতি গোবাদি প্রাণী দের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধপত্র দেওয়া হয়। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগে এই এলাকায় বন্যার প্রভাব প্রভাব পড়েছিল, কারণে ব্লক প্রাণী সম্পদ দপ্তর এর উদ্যোগে আজকের এই শিবির। এ বিষয়ে মাল ব্লক বি, এল, ডি, ও নান্টু শিকদার জানালেন, উত্তর সারিপাকুরি হাজীপাড়ায় কয়েকদিন আগে বন্যা দেখা দেওয়ায়, এই এলাকার গোবাদি পশু কোন রোগ আক্রান্ত না হয় ,তার জন্য আজকে এক বিশেষ শিবির করে প্রয়োজনীয় ওষুধপত্র দেওয়া হইলো , যাতে করে গরু ছাগল হাঁস মুরগি চাষীদের কোন ক্ষতিগ্রস্ত হতে না হয়।এছাড়াও তিনি জানালেন গত একমাস ধরে মাল ও ক্রান্তি ব্লকের প্রতিটি গ্রামের প্রতিটি গরু খুরাই রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এদিন বি এল ডি ও নান্টু শিকদার ছাড়াও উপস্থিত ছিলেন, নবগঠিত ক্রান্তি পঞ্চায়েত সমিতি মৎস্য ও প্রাণী দপ্তরের কর্মদক্ষ অপর্ণা পারভীন, অশোক দেবনাথ, প্রাণী মিত্র এমডি বাদল, এনামুল হক, মোকছেদুল হক, প্রাণী মিত্রা মরিয়ম বানু ,সোমা বিশ্বাস ,মনসুরা বেগম প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *