বিশ্বকর্মা পূজার দিনে দিনহাটায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক
দিনহাটা: বিশ্বকর্মা পূজার দিনে দিনহাটায় আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ।
বুধবার সন্ধ্যায় দিনহাটা থানার পুলিশ এই তথ্য নিশ্চিত করে।
পুলিশের তরফে জানানো হয় গতকাল মধ্য রাতে দিনহাটা শহরের বোর্ডিং পাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে।
গতকাল রাতে দিনহাটা থানার পুলিশ টহল চালাচ্ছিল সেই সময় সন্দেহজনক ভাবে ওই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ। এরপর পুলিশ রশিদুল মিয়া নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। ধৃত ব্যক্তির বাড়ি দিনহাটা ভিলেজ ওয়ান গ্রাম পঞ্চায়েত এর ফকিরটারী এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায় ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে নানান রকম অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিল এমনকি এর আগেও সে আগ্নেয়াস্ত্র পাচার করতে গিয়ে ধরা পড়েছে। পুলিশের অনুমান পূজার মধ্যে কোন খারাপ কাজ করার উদ্দেশ্য এই আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল সে।
আজ ধৃত ব্যক্তিকে দিনহাটা মহকুমা আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ।
