বিশ্বক ঘাটা দেখাইল নিউজিল্যান্ড, করোনা মুক্ত দ্যাশ

ওয়েলিংটন: আজি করোনা মুক্ত হৈলেক নিউজিল্যান্ড। শ্যাষত জায় করোনা আক্রান্ত হৈছে, তাক আইসোলেশন থাকি ছাড়ার পরে করোনা মুক্ত হৈলেক এই দ্যাশ। সেই দ্যাশের স্বাস্থ্য মন্ত্রক থাকি কইচে। স্বাস্থ্য মন্ত্রকের অ্যাশলে ব্লুমফিল্ড কন ২৮ শে ফেব্রুয়ারি পর থাকি এই পইলা নিউজিল্যান্ডত করোনা আক্রান্তের সংখ্যা শূন্য হৈলেক। নয়া করি আজি কোন সংক্রমণের খবর নাই। কিন্তুক করোনার বিরুদ্ধে সউক নিয়মনীতি মানা হবে। জানা গেইচে, নিউজিল্যান্ডত সাত সপ্তাহ কড়াকড়ি ভাবে লক ডাউন জারি করিছিলো সেই দ্যাশের সরকার। লক ডাউন নিয়া নিউজিল্যান্ডের সরকার খিব ভাল কাজ করিছে বুলি সগায় সাধুবাদ জানাইছে। নিউজিল্যান্ডের ৫ মিলিয়ন মানষির মধ্যে খালি করোনা আক্রান্ত হৈছে ১১৫৪ ঝন আর জিউ গেইচে ২২ ঝন মানষির। বাকি মানষি গিলা সগায় এলা সুস্থ বুলি জানা গেইচে। সর্ব শ্যাস আক্রান্ত বেটিছাওয়ার বয়স ৫০, উমরা সুস্থ হওয়ায় আর কোন করোনা আক্রান্তের খবর নাই।

অন্য পাকে ভারতত করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৫৬ হাজার, ইতিমধ্যে ভারত পঞ্চম স্থান দখল করিছে। তার জৈন্যে ভারতের পরিস্থিতি কোন পাকে যায় সেটার পাকে সগায় তাকে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *