বিশ্ব দরবারত ছয় নম্বর জাগা পাইল ভারত
নিউজ ডেস্ক, শিলিগুড়ি: দেশত দিনাঙ দিনাঙ করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ির ধরিচে, এমনে বাড়িছে ইতালিক কাটে দিলেক ভারত। গোটা বিশ্বের আক্রান্তের সংখ্যায় ছয় নম্বর জাগা খান দখল করিল ভারত। ইতালির আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৩৪ হাজার ৫৩১ ঝন আর ভারতবর্ষত খবর লেখা পর্যন্ত ২ লক্ষ ৩৬ হাজার ৬৫৭ ঝন আক্রান্ত আর দেশত মৃত্যুর সংখ্যা ৬ হাজার ৬৪২ ঝন। কিন্তুক দেশত একটা ভাল খবর, যেটে ভাল হৈছে ১ লক্ষ ১৪ হাজার ৭৩ ঝন।