বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী
পরিমল বর্মন, ঘোকসাডাঙ্গা, ৫ জুন :- শনিবার ৫ ই জুন বিশ্ব পরিবেশ দিবস । আর এই দিনে মাথাভাঙ্গা ২ ব্লকের বিভিন্ন জায়গায় কোথাও বৃক্ষ রোপন করে আবার কোথাও গাছের চারা বিলি করে বিশেষ ভাবে দিন টিকে পালন করা হয়। মাথাভাঙ্গা ২ ব্লক তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের উদ্যোগে শনিবার ঘোকসাডাঙ্গা বীরেন্দ্র মহাবিদ্যালয়ে বৃক্ষ রোপন কর্ম সূচি পালন করা হয়। সামাজিক দুরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি করা হয় বলে তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্ব সূত্রে জানা যায় । কোচবিহার জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অনির্বান সরকার জানান আজ ৫ ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দলীয় উর্ধতন নেতৃত্বের নির্দেশে এদিন থেকে বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ে ও শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হলো চলবে সপ্তাহব্যাপী। পাশাপাশি লতাপাতা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বৃক্ষ রোপন কর্ম সূচি পালন করা হয়। এই দিন গ্রাম পঞ্চায়েত প্রধান বিনদা বর্মন সহ সকল গ্রাম পঞ্চায়েত কর্মী বৃন্দ বৃক্ষ রোপন কর্মসূচিতে অংশ গ্রহণ করেন বলে জানা যায় । এছাড়াও এই দিন কুশিয়ার বাড়িতে হেল্প লাইন স্বেচ্ছা সেবী সংগঠনের পক্ষ থেকে পথ চলতি মানুষকে করোনা সচেতনতা মূলক প্রচার চালানো হয় এবং মাস্ক বিতরণ এবং সেগুন গাছের চারা বিতরণ করা হয় সাধারণ মানুষের মধ্যে বলে সংস্থার পক্ষে জানান মৃনাল বর্মন ।