বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বৃক্ষরোপণ করল ফালাকাটা এবিভিপি ইউনিট
বিদ্যুৎ কান্তি বর্মন, ফালাকাটা,৫জুন: ৫ ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফালাকাটার কুঞ্জনগর এলাকায় প্রায় 70 টি গাছ লাগায় ফালাকাটা এবিভিপি ইউনিট। এদিনের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এবিভিপি আলিপুরদুয়ার জেলা সহ সংযোজক প্রসেনজিৎ কুমার বর্মন , ফালাকাটা কলেজ এবিভিপি ইউনিটের সভাপতি শুভজিৎ রায় সহ ফালাকাটা এবিভিপি ইউনিট এর সদস্যরা।
প্রসেনজিৎ বর্মন জানান বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজকে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি গাছ আমাদের নিত্যদিনের সঙ্গী আমাদের বেঁচে থাকতে হলে গাছ লাগাতে হবে গাছ ছাড়া আমরা বাঁচতে পারব না।