বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের পক্ষ থাকি দুধ আর বিস্কুট বিলি
নিউজ ডেস্ক, শিলিগুড়ি: বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের পক্ষ থাকি জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের দোমহনি-২, আমগুড়ি অঞ্চল, কোচবিহার জেলার নানাবাড়ী, আর আলিপুরদুয়ারের ঘাগড়ার গরিব মানষি লার কাছুয়া ছাওয়া লাক দুধ আর বিস্কুট বিলি করিল। আরহ ফির গরিব মানষি লাক মাগনায় মাস্কও দিছে। হাজির আছিল সংগঠনের জেলা সদস্য পার্থ সারথি রায়, অসীম রায়।