বিহার বাংলার অজস্র লেখক কবি ও কলাকুশলীদের নিয়ে অনুষ্ঠিত হল মৈত্রী উৎসব

জয়দেব গোপ, চোপড়া:- ইসলামপুরের সৃজন সাহিত্য আসর আয়োজিত সংস্থার একাদশতম বর্ষে অনুষ্ঠিত হলো বিহার বাংলার অজস্র লেখক কবি ও কলাকুশলীদের নিয়ে মৈত্রী উৎসব। রবিবার চোপড়ার কাঁচাকালি এলাকায় সবুজ চা বাগিচার অন্দরমহলে বসেছিল এমনই আসর। সেখানে লেখক, কবি, সাহিত্যিক ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন।পুষ্প স্তবকের পরিবর্তে চা এর মোড়ক দিয়ে সম্মানিত করা হয় অতিথীদের। আয়োজক সংস্থার সম্পাদক সুশান্ত নন্দী জানান, সাহিত্য ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য বিহারের পূর্ণিয়ার কবি অজয় সান্যাল ,বাঁকুড়ার কবি মনোজ পাইন, শিলিগুড়ির নেপালী কবি নীরজ থাপা , ইসলামপুরের কবি গল্পকার ডাঃ বিনয় ভূষণ বেরা ও সর্পকন্য নবনীতা উপাধ্যায় এই পাঁচ জনের হাতে তুলে দেওয়া হয় সৃজন সম্মান। এছাড়াও বিশেষ পারফরম্যান্সের জন্য সম্মান তুলে দেওয়া হয় মিসেস ইন্ডিয়াতে রাজ্যে প্রথম ও দেশে চতুর্থ স্থানাধিকারী তানিয়া সরকারকে। ইসলামপুরের প্রথম মহিলা ম্যারেজ রেজিস্ট্রার শবনম পারভিনকেও তুলে দেওয়া হয় বিশেষ সম্মান। প্রথম পর্বে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাবন্ধিক অশেষ দাস, শিল্পপতি খোকন নন্দী ও সুদেব নন্দী, কবি নিশিকান্ত সিনহা, বিহারের কবি আশীষ ঘোষ, লেখক কুনাল নন্দী, মেখলিগঞ্জ পৌরসভার প্রশাসক কেশব দাস,নৃত্য শিল্পী শিপ্রা রায় প্রমূখ । দ্বিতীয় পর্ব শুরু হয় শিশু দিবসের দিন পন্ডিত জহরলাল নেহেরুর জন্মদিনে প্রদীপ প্রজ্জ্বলন ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন অর্পিতা দত্ত ।এছাড়াও সেখানে স্বরচিত কবিতা ও গল্প পাঠে অংশ নেয় প্রায় দুই রাজ্যের ষাট জন লেখক।নৃত্যে ছিলেন ছিয়াত্তর বছর বয়সের শিপ্রা রায়।সংগীত পরিবেশনে শুভজিৎ রায়, ও অমিত জীবন রায়। দ্বিতীয় পর্বে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কবি অন্তিম গুহ, দ্বিজেন পোদ্দার ,ভবেশ দাস, ডঃ বাসুদেব রায়, অরুণাচল বাসু,উত্তম সরকার,সুশীল প্রামানিক,কর্ণদেব রায় প্রমুখ।সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মিঠুন দত্ত ও সৌমিত্র চক্রবর্তী।সব শেষে ছিল অতিথীদের চা বাগিচা ও চা কারখানার উৎপাদন পদ্ধতি পরিবেশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *