বি টি ডব্লিউ ইউনিয়নের পতাকা উত্তোলনকে কেন্দ্র করে সরগরম গোটা কোহিনুর চা বাগান
দেবাশীষ রায় , আলিপুরদুয়ারঃ বি টি ডব্লিউ (BTW) ইউনিয়নের পতাকা উত্তোলন কে কেন্দ্র করে সরগরম হয়ে উঠলো কোহিনুর চা বাগানে। দীর্ঘ পাঁচ মাস বন্ধ ছিল কোহিনূর চা বাগান। পাঁচ মাস পর কুমারগ্রাম বিধানসভার চার নম্বর মন্ডলের অধীন কহিনূর চা বাগান ফ্যাক্টরির সামনে বি টি ডব্লিউ ইউনিয়নের পতাকা উত্তোলন করতে এসেছিলেন বিধায়ক মনোজ কুমার ওরাও। পাঁচ মাস বিজেপি কর্মী এবং নেতৃত্বদের দেখা পাওয়া যায়নি বন্ধ চা বাগানে। এমন অভিযোগ তুলেই বি টি ডব্লিউ ইউনিয়নের পতাকা উত্তোলনের পাশেই এসে পাল্টা স্লোগান দিতে থাকেন তৃণমূল নেতৃত্বরা। কোহিনুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি সহ বিভিন্ন নেতৃত্বের স্লোগানের পরেও বিধায়ক মনোজ কুমার ওরাও বি টি ডব্লিউ ইউনিয়নের পতাকা তুলে দিলেন ফ্যাক্টরির সামনেই। রীতিমতো তৃণমূল নেতাদের বিক্ষোভের পরেও পতাকা উত্তোলন করলেন বিধায়ক মনোজ কুমার ওরাও। কোহিনুর গ্রাম পঞ্চায়েত এলাকায় শাসকদলের চেয়ে বিজেপি অনেকটাই শক্তিশালী ফের প্রমাণিত হয়ে গেল বুধবার বিকেলে। বিধায়ক মনোজ বাবু বলেন কিছু তৃণমূলের নতুন নেতা মদ মাংস খেয়ে বাধা দিতে এসেছিলেন কিন্তু স্থানীয় বিজেপির নেতৃত্বদের উপস্থিতিতে পতাকা উত্তোলনের কাজ সফল হয়েছে। এদিন চার নম্বর মণ্ডলের মন্ডল সভাপতি বিমল মাহালী সহ অন্যান্য নেতৃত্ব টা উপস্থিত ছিলেন পতাকা উত্তোলনে।