বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্মজয়ন্তী পালন ছাত্র সংগঠন AIDSO
শনিবার ছাত্র সংগঠন AIDSO-র হলদিবাড়ি ব্লক কমিটির পক্ষ থেকে হলদিবাড়ি রেলগেট সংলগ্ন বেকারি মোড়ে ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে মালা পরিয়ে ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনের সদস্যরা । এইদিন উপস্থিত ছিলেন হলদিবাড়ি ব্লক কমিটির সভাপতি নিলু হক,ব্লক কমিটির সদস্য রেজ্জাক সরকার, সুজয় বর্মণ, মুক্তা রায় সহ অন্যান্য সদস্যরা।রেজ্জাক সরকার বলেন, এই সমাজ ব্যবস্থায় যেভাবে যুব সমাজ, মনুষত্ব, উন্নত সংস্কৃতি, শিক্ষার প্রানসত্ত্বা ধ্বংস হচ্ছে তার বাস্তব কারণ স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস আমরা ভুলে যাচ্ছি। তাই বর্তমানে মহান মনিষীদের জীবন সংগ্রামকে পাথেয় করে চলার আহ্বান করে।
হলদিবাড়ি থেকে অপু দেবনাথ এর রিপোর্ট।