বীর বিরসা মুন্ডার পূর্ণাঙ্গ মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন: ডাবগ্রাম ১, শিঙ্গিঝড়া বেতগাড়া
আজ ডাবগ্রাম ১নং অঞ্চল অন্তর্গত শিঙ্গিঝড়া বেতগাড়া এলাকায় বিশিষ্ট সমাজসেবী জে পি কানোডিয়ার নেতৃত্বে আদিবাসী সমাজের ভগবান বীর বিরসা মুন্ডার একটি পূর্ণাঙ্গ মূর্তির ভিত্তি পূজা সম্পন্ন হল। অনুষ্ঠানের শুরুতে আদিবাসী সমাজের পক্ষ থেকে উপস্থিত সমাজসেবী জে পি কানোডিয়া সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গকে আদিবাসী খাদা পরিয়ে সম্বোধনা জানানো হয়। এরপর সমাজসেবী জে পি কানোডিয়া আনুষ্ঠানিকভাবে বীর বিরসা মুন্ডার পূর্ণাঙ্গ মূর্তির ভিত্তি পূজা করেন। তিনি নিজে হাতে মূর্তি তৈরির প্রথম ইট স্থাপন করে শুভ সূচনা করেন।বিশিষ্ট সমাজসেবী জে পি কানোডিয়া এই শুভ কাজে যুক্ত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, আদিবাসী সমাজের ভগবানের মূর্তি তৈরি করতে পেরে তিনি আনন্দিত। এছাড়াও এইদিন মূর্তি উন্মোচন প্রসঙ্গে তিনি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন “আগামী ৫ জানুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। সেই দিনেই এই পূর্ণাঙ্গ মূর্তিটির উন্মোচন করা হবে।”এর পাশাপাশি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্কিমদা মন্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন, “ছোটো থেকে শিক্ষিত হতে হবে, কাকে কি বলতে হয় এর জন্য শিখতে হয়।”মূর্তি তৈরির ভিত্তি পূজা অনুষ্ঠানে উপস্থিত আদিবাসী সমাজ ও স্থানীয় গ্রামবাসীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আনন্দ প্রকাশ করেছেন।
