বৃক্ষরোপণ করে পরিবেশের ভারসাম্য রক্ষার বার্তা চাঁচলের চান্দুয়া দামাইপুর হাই মাদ্রাসার
চাঁচল, ২৭ জুন :-
চলতি মাসের জুন মাসের পাঁচ তারিখে বৃক্ষরোপণ র্কসূচীর উদ্যোগ নেওয়া হলেও তা ভেস্তে যায়।তবে তা ভেস্তে গেলেও মাস শেষ হওয়ার আগে সেই পরিবেশ দিবস টিকে তুলে ধরলো মালদহের চাঁচল-২ নং ব্লকের চান্দুয়া দামাইপুর হাইমাদ্রাসা।রবিবার দূপুরে মাদ্রাসা প্রাঙ্গনে স্বাস্থ্য বিধি মেনে এই বৃক্ষরোপণ কর্মসূচীর আয়োজন করা হয়।কর্মসূচীতে অংশ নেন প্রশাসনিক আধিকারিকরা ও স্থানীয় বিধায়ক।
সংবর্ধনা অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।চাঁচলের মহকুমা শাসক সঞ্জয় পাল,চাঁচলের এসডিপিও শুভেন্দু মন্ডল,চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ,চাঁচল-২ নং বিডিও দিব্যজ্যোতি দাস,মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি ও মালদা জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় দফতরের কর্মাধ্যক্ষ রফিকুল হোসেন,প্রমুখরা।
সংবর্ধনা অনুষ্ঠানের পর বিদ্যালয় চত্বরে আম গাছের চারা সহ অন্যান্য প্রজাতির প্রায় সত্তর টি বৃক্ষ রোপণ করা হয়।প্রশাসনিক আধিকারিকরা নিজ হাতে বৃক্ষ রোপণ করেন।
এবিষয়ে চান্দুয়া দামাইপুর হাইমাদ্রাসার প্রধান শিক্ষিকা ফরিদা বেগম জানান,৫ ই জুন এই কর্মসূচি পালন করা হয়নি।তাই আজ আমরা মাদ্রাসার পক্ষ এই বৃক্ষরোপণ কর্মসূচীর আয়োজন করলাম
। প্রশাসনিক কর্তা স্থানীয় বিধায়ক সহ জনা কয়েক পড়ুয়া শিক্ষক-শিক্ষিকাকে নিয়ে এই কর্মসূচি সম্পন্ন হয়েছে।
করোনা মহামারীতে দেশজুড়ে সঙ্কট দেখা দিয়েছে অক্সিজেনের।এই বৃক্ষরোপণ করলে পরবর্তী প্রজন্ম অক্সিজেন সঙ্কট থেকে রেহাই পাবে বলে অনুমান করেছেন প্রধান শিক্ষিকা।