বৃক্ষ রোপন

রাহুল দেব বর্মন,কোচবিহার:
সবুজায়নের লক্ষ্যে কোচবিহারের একটি স্বেচ্ছাসেবী সংস্থা কোচবিহার শহর জুড়ে ৩ হাজার ফলের গাছ রোপণ করে। তারই অঙ্গ হিসেবে রবিবার সকালে কোচবিহার পুলিশ লাইন সংলগ্ন এলাকার চারপাশে নতুন করে ৫০টি ফলের গাছ রোপণ করেন। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসপি হেডকোয়ার্টার ডক্টর চন্দন দাস। এমনকি কোচবিহারের ঐতিহ্য বুঝিয়ে রাখতে লিচুতলা এলাকাতে বারোটি লিচু গাছ ও চালতাতলা এলাকায় চালতা গাছ রোপণ করেন।
এদিন সংস্থার এক সদস্য বলেন, আমি যখন কর্মসূত্রে বাইরে ছিলাম তখন সেখানে লক্ষ করেছি চারপাশে ফলের গাছ রয়েছে। সেই সমস্ত গাছ যেরকম ছায়া প্রদান করে একইভাবে অনেকের খিদাও মেটায়। কিন্তু কোচবিহারে এসে লক্ষ্য করি একটিও ফলের গাছ নেই। কোচবিহারের রাজাদের ইতিহাস পড়ে জানতে পারি আগে বহু ফলের গাছ ছিল শহরে এমনকি প্রচুর জামগাছ ছিল। কোন যুবক-যুবতী যদি নিয়মিত জাম খায় তাহলে তাদের কখনোই রক্তস্বল্পতা হবে না। সেই লক্ষ্যেই আমরা গাছ লাগানো শুরু করি এখনো পর্যন্ত তিন হাজার গাছ শহরে লাগিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *