বৃক্ষ রোপন কর্মসূচি

সাইন্স এন্ড কালচারাল অর্গানাইজেশনের উদ্যোগে হলদিবাড়িতে পালিত হল বৃক্ষরোপণ কর্মসূচি । শুক্রবার বিকেলে সংস্থার পক্ষ থেকে হলদিবাড়ি শহরের ট্রাফিক মোড় সংলগ্ন দুটি রাস্তার মাঝখানে থাকা ডিভাইডারে বিভিন্ন রকমের বৃক্ষরোপন করা হয় ।এদিন সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন কৌশিক নিয়োগী , তীর্থরাজ মজুমদার , কৌশিক বর্মণ , মৃদুল মন্ডল , জেনকিন্স রায় , অরিন্দম দাস সহ অন্যান্যরা । সংস্থার পক্ষ থেকে কৌশিক বর্মণ বলেন হলদিবাড়ি বাজারে যে ডিভাইডার গুলি ছিল সেগুলি অনেকদিন ধরে ফাঁকা অবস্থায় ছিল । হলদিবাড়ি বাজারের সৌন্দর্যায়নের জন্য হলদিবাড়ি সাইন্স এন্ড কালচারাল অর্গানাইজেশনের পক্ষ থেকে বিভিন্ন রকমের গাছ লাগানো হয় । এর ফলে বাজারে সৌন্দর্যায়নের বৃদ্ধি পাবে , তেমনি গাছ লাগানো পরিবেশের পক্ষে ভালো শুধুমাত্র শুক্রবার দিনই না এর আগেও আমরা বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় এই কর্মসূচি সংস্থার পক্ষ থেকে করেছিলাম । আমরা হলদিবাড়ি আপামর জনসাধারণকে উদ্যোগী করতে চাই গাছ লাগানোর জন্য ।

হলদিবাড়ি থেকে অপু দেবনাথ এর রিপোর্ট ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *