বৃত্তি পরীক্ষা

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পরিচালিত চতুর্থ শ্রেণির বৃত্তি পরীক্ষা সোমবার শেষ হল । আব্দুল কাদের সরকার হাইস্কুলে এবার একটি বৃত্তি সেন্টার হয়েছিল। পরীক্ষার্থী ছিল ৯৪জন। তিনমাস জুড়ে এলাকার শিক্ষিত যুবকরা বিনামূল্যে বৃত্তি পরীক্ষার জন্য পড়িয়েছেন। স্বেচ্ছায় বৃত্তি পরীক্ষার ইনভিজিলেটর হিসাবে কাজ করেছেন এলাকার বহু যুবক। আজ অভিভাবকদের নিয়ে একটি সভা হয়। সেখানে এলাকার যুবকদের এই কাজকে প্রশংসিত করেন অভিভাবকরা। সভায় উদ্যোগতারা বৃত্তি পরীক্ষার উদ্দেশ্য তুলে ধরেন।শিক্ষক আব্দুল জলিল সরকার জানান,প্রতিটি চতুর্থ শ্রেণির পড়ুয়াকেই বৃত্তি পরীক্ষায় বসানো দরকার। শুধু ভালো পড়ুয়াদের জন্য এই পরীক্ষা না। সবস্তরের ছাত্রছাত্রীরাই বৃত্তি পরীক্ষার প্রস্তুতিতে আগ্রহ বোধ করে। পরীক্ষাকে কেন্দ্র করে বিনামূল্যে কোচিং সেন্টারে অনেককিছুই শেখে। সমস্ত অভিভাবক শিক্ষকদের তিনি অনুরোধ করেন যেন সমস্ত চতুর্থ শ্রেণির পড়ুয়াই এই পরীক্ষায় অংশ নেয়। বক্সীগঞ্জ বৃত্তি পরীক্ষা কেন্দ্রের পক্ষে শিক্ষক চন্দন রায় জানান,সুষ্ঠুভাবে পরীক্ষা হয়েছে। অভিভাবক শিক্ষকরা আগামীতে সবাই সহযোগিতা করলে আমরা প্রতিটি চতুর্থ শ্রেণির পড়ুয়াকেই এই পরীক্ষায় বসাতে চাই।

হলদিবাড়ি থেকে অপু দেবনাথ এর রিপোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *