বৃষ্টিকে উপেক্ষা করেই তৃণমূলের বিক্ষোভ মিছিলে ঢল কর্মীদের
রাহুল দেব বর্মন, বুড়িরহাট –
দেশব্যাপী পেট্রোল ,ডিজেল,কেরোসিন,রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ,রেলের বেসরকারিকরণ এ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি অব্যাহত চলছে।
আজ বুড়িরহাট ১নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে এবং সেই মিছিলে বৃষ্টিকে উপেক্ষা করে প্রায় ১২০০ লোকের উপস্থিতিতে এই কর্মসূচি সম্পন্ন হয়।
তৃণমূল কংগ্রেসের তরফে অঞ্চল সভাপতি আব্দুল সাত্তার জানান আমরা ভাবতে পারিনি বৃষ্টি হওয়া সত্বেও আমাদের কর্মীরা এই মিছিলে অংশগ্রহণ করবেন। তাছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ভালোবাসেন বলেই আজ আমাদের কর্মীরা দলের স্বার্থে এবং সাধারণ মানুষের স্বার্থে এই বিক্ষোভ কর্মসূচি পালন করতে এগিয়ে এসেছেন।
স্থানীয় তৃণমূল কংগ্রেসের আর এক নেতা সঞ্জীব বর্মন জানান আমদের এই আন্দোলন অব্যাহত থাকবে। কেন্দ্রীয় সরকারের এইসব সিদ্ধান্ত আমরা মানছি না মানবো না।
তবে স্থানীয় বিরোধী দলের এক নেতা বলেন করোনা আবহে যেখানে সামাজিক দূরত্ব বজায় রেখে জীবন যাপন করতে বারংবার জানিয়ে যাচ্ছেন রাজ্য সরকার। সেখানে কি করে সেই সরকারের দলীয় কর্মীরা সামাজিক দূরত্ব না মেনে দলের কর্মসূচি পালন করছে।
এই জন্য আমাদের দলের সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের লক ডাউন মানেন না ,সেখানে তার দলের সাধারণ কর্মীরা কি মানবে।
তাই মানুষ দেখানো লক ডাউন না করাই ভালো।