বৃষ্টিকে উপেক্ষা করে লক্ষী ভান্ডারে উপচে পড়া ভিড়
এমডি রাসেল, ক্রান্তি: ক্রান্তি ব্লকের কোদালকাটিতে বৃহস্পতিবার অন্য এক দৃশ্য ধরা পড়ল।লক্ষী ভাণ্ডারে প্রকল্পের ফর্ম বৃষ্টি মধ্যে ছাতা নিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে ফর্ম তুলতে দেখা যায়। এদিনে বৃষ্টির মধ্যে স্বাস্থ্য সাথী, কাস্ট সার্টিফিকেট , কৃষক বন্ধু, বিনা মূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, কাউন্টারে ভিড় ছিল যথেষ্ট।ক্যাম্পের নোডাল অফিসার বাবলু রায় জানালেন যে বৃষ্টি মধ্যে ভিড় হলেও জনগণের কোনো কাজে অসুবিধা পড়তে হয়নি কারণ আমাদের দায়িত্বে থাকা আধিকারিক গন দায়িত্ব মতো জনগনের কাজ করে দিচ্ছেন। শ্রম দপ্তরের ইন্সপেক্টর তন্ময় মণ্ডল জানালেন যে আমাদের বিনা মূল্যে সামাজিক সুরক্ষা যোজনা কাউন্টারে অন্য দিনের তুলনায় আজকে ভিড় একটু বেশি হলেও পরিষেবা সবাই কে দেওয়া হয়েছে। প্রধান আব্দুল মোতালেব জানান যে আগামী দিনেও আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দুয়ারে সরকার ক্যাম্পে জনগণের যাবতীয় কাজে সাহায্য করব।