বেঙ্গল ট্যালেন্ট সার্চ পরীক্ষার জলপাইগুড়ি জেলার পুরস্কার বিতরণী
বাপ্পা রায়,ময়নাগুড়ি,৫ ফেব্রুয়ারি : কে কে এডুকেশনাল সোসাইটির পক্ষ থেকে আয়োজিত বেঙ্গল ট্যালেন্ট সার্চ পরীক্ষায় জলপাইগুড়ি জেলার সফল মেধা ছাত্র ছাত্রীদের পুরস্কার বিতরনী অনুষ্ঠান। রবিবার জলপাইগুড়ির আর্য নাট্য সমাজ রবীন্দ্র ভবনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এদিন ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক দেবাশীষ দেব শর্মা, জলপাইগুড়ি পৌরসভার উপ পৌরপিতা সৈকত চ্যাটার্জি, ময়নাগুড়ি পৌরসভার উপ পৌরপিতা মনোজ রায়, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক সহ প্রমুখ। জানা গেছে, এদিন সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠিত বেঙ্গল ট্যালেন্ট সার্চ পরীক্ষায় সফল মেধা ভিত্তিক ছাত্র ছাত্রীদের পুরস্কৃত করা হয়। প্রত্যেক জেলা ভিত্তিক তালিকা করে এই পুরস্কার প্রদান করা হচ্ছে বলেও জানিয়েছেন জলপাইগুড়ি জেলার অর্গানাইজার গণেশ চন্দ্র রায়।