বেতন বাড়ানোয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আবার বেতন বৃদ্ধির দাবি গ্রামীণ সম্পদ কর্মীদের
সুব্রত রায়, ধূপগুড়ি: মাসিক বেতন বৃদ্ধি করায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে শনিবার সাংবাদিক সম্মেলন করলেন সারা বাংলা গ্ৰামীণ সম্পদ কর্মীরা। এদিন ধূপগুড়ি প্রেস ক্লাবে সংগঠনের পক্ষ থেকে ধূপগুড়ি ব্লক কমিটির সভাপতি সুদীত্য রায়, সম্পাদক কাজী ফরমাজুল আলম, সাকিল আহমেদ, আলতাব হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন। তবে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েও তাদের বেতন পনেরো হাজার টাকা করার দাবি জানিয়েছেন তারা। সংগঠনের তরফে আরো দাবি যে সামাজিক নিরীক্ষার জন্য তাদের কাজে নেওয়া হয়েছে, সেই সামাজিক নিরীক্ষার কাজ তাদের দ্বারা করানো হচ্ছে না। এমনকি অন্যান্য বেশ কয়েকটি রাজ্যে মাসিক পনেরো হাজার টাকা দেওয়া হচ্ছে। কিন্তু এখানে দেওয়া হচ্ছে না। তাই আমাদের ৬২ বছর পর্যন্ত চাকরি, মাসিক পনেরো হাজার টাকা বেতন এবং সামাজিক নিরীক্ষার কাজের দাবি আমরা রাখছি। উল্লেখ্য গত ২১ শে ডিসেম্বর মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে গ্ৰামীণ সম্পদ কর্মীদের মাসে ৩০ দিন কাজ এবং মাসিক বেতন ৫২৫০ টাকা ঘোষণা করেন।