বেপরোয়া যানবাহনে দূর্ঘটনার আশঙ্কা

সঞ্জয় হালদার, শিলিগুড়ি: রাতে রাস্তায় বেপরোয়া যান চলাচলের কারণে শিলিগুড়ির রাস্তায় একের পর এক দুর্ঘটনা ঘটছে। রাতের বেলা ফাঁকা রাস্তায় বেপরোয়া ভাবে ট্রাক চালায় চালকরা, যার জেরে গত কয়েকদিনে শিলিগুড়িতে একের পর এক বড় দুর্ঘটনা, যাতে এখনও পর্যন্ত বহু মানুষের মৃত্যু হয়েছে।মৃত্যুর ঘটনাও ঘটেছে, যদি প্রশাসনের নজর না থাকে। রাতের বেলা এই অসতর্ক চালকদের গতিতে ব্রেক লাগান, তাহলে শিলিগুড়ির রাস্তায় দুর্ঘটনার চক্র চলতেই থাকবে, মৃত্যুর বেলেল্লাপনা চলতেই থাকবে,
গত রাতে একটি দ্রুতগামী ট্রাকের চাপায় একজনের মৃত্যু হয়েছে, এই দুর্ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রিন্সিপাল নগর থানার অধীনস্থ রাষ্ট্রীয় অতিথি ভবনের সামনে, প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাজারাম মোহন রায় তৃতীয় মহানন্দা সেতু, একটি স্টেট গেস্ট হাউস থেকে অল্প দূরত্বে একজন ব্যক্তি তার সামনের রাস্তা পার হচ্ছিলেন, একই সময়ে তিনি একটি বাইকের সাথে ধাক্কা খেয়ে মাঝ রাস্তায় পড়ে যান, যতক্ষণ না উক্ত ব্যক্তিটি রাস্তা থেকে উঠতে পারেন, ততক্ষণে পণ্যবাহী ট্রাকটি আসছে। চম্পাসদীর দিক থেকে প্রবল বেগে ওই ব্যক্তিকে ধাক্কা মারে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন ঘাতক ট্রাকটি আটক করলে তারা সদর থানা ও মোড়ের ট্রাফিক গার্ডকে খবর দেয়। এর পরে প্রচুর সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যায়, আজ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হবে। অপরদিকে, পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করে চালক, খালাসীকে হেফাজতে নিয়ে থানায় যায়, পুরো দুর্ঘটনাটি তদন্ত করছে প্রধান নগর থানা পুলিশ।বর্তমানে সড়ক দুর্ঘটনার শিকার ব্যক্তি। পরিচয় জানা যায়নি, নিয়োজিত পুলিশ সদস্যের পরিচয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *