বেলা ভাটি মুখ্যমন্ত্রীলার সাথে মুখামুখি হবে প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক: করোনার বিরুদ্ধোৎ লড়াই জারি রাখির জৈন্যে দ্যাশের সউক মূখ্যমন্ত্রীর সাথত আজি বেলাভাটি ৩ টার সময় মুখামুখি বসিবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গেইচে, আজি পাঞ্জাব, আসাম,কেরল, ঝাড়খণ্ড, ত্রিপুরা, ছত্তিশগড়, মনিপুর, নাগাল্যান্ড, আন্দামান, নিকোবর দ্বীপপুঞ্জের নগত অন্য রাজ্যে মূখ্যমন্ত্রী লাক নিয়া বৈঠক করিবে। বাকি ১৫ টা রাজ্যের মুখ্যমন্ত্রীর নগত বুধবার বৈঠকত বসিবে। আজি আর কালি কার বৈঠকত মূখ্যমন্ত্রী লার কতাত করোনা আর লকডাউন নিয়া কি কি মতামত আইসে, তারে জৈন্যে এই বৈঠক বুলি জানা গেইচে। ইয়ার আগতেও ৪ বার মূখ্যমন্ত্রী লার সাথত মুখামুখি বৈঠক হৈছিলো। এই বার দুই দিন হবে, মঙ্গলবার আর বুধবার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উমরা কালি বৈঠকত যোগ দিবে বুলি জানা গেইচে।