বেহাল রাস্তা সংস্কার করা না হলে ভোট বয়কটের হুমকি

আব্দুল ওহাব, গাজোল:মালদা জেলার গাজোল ব্লকের অন্তর্গত চাকনগর গ্রাম পঞ্চায়েতের কাটিকান্দর থেকে চাকনগর প্রায় চার (4) কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। রাস্তা সারাইয়ের দাবি একাধিকবার এলাকাবাসী তুললেও হচ্ছে না কোন সুরাহা। রাস্তা সারাইয়ের দাবি নিয়ে ইতিমধ্যেই পঞ্চায়েত, ব্লক, জেলা বিভিন্ন প্রশাসনিক মহলে দারস্থ হলেও হচ্ছে না কোন সুরাহা । বেহাল রাস্তার কারণে চলাফেরার পথে একেবারে অযোগ্য হয়ে পড়েছে। রাস্তা জুড়ে ছোট বড় গর্ত তৈরি হয়েছে। স্কুল পড়ুয়ারা প্রতিষ্ঠানে ও গ্রামবাসীরা হাঁটে খুবই কষ্ট করে এই রাস্তার পথ দিয়ে যেতে হয়। শুধু তাই নয় প্রসূতি মায়েদের হাসপাতাল নিয়ে যেতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। অনেক সময় রাস্তায় প্রসব হয়ে গিয়েছে তবুও এ রাস্তা এখনো পাকা হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। কিন্তু পঞ্চায়েত ভোটের আগে রাস্তা ঠিক না হলে ভোট বয়কট এর হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসীরা। আর এ দাবি নিয়ে রীতিমতো রাস্তায় নেমেছেন এলাকাবাসীরা । তাদের দাবি অবিলম্বে রাস্তা ঠিক করা হোক বলে জানিয়েছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *