বেহাল সেতু, সংস্কারের দাবি, ঝুঁকি নিয়ে চলাচল মিস্ত্রি পাড়ার বাসিন্দাদের
বিষ্ণুপদ রায়,হলদিবাড়ি: দীর্ঘদিন ধরে বেহাল এলাকার একমাত্র যোগাযোগের সেতুটি। বৃষ্টি সময় তাঁদের জীবন ঝুঁকি নিয়ে এই সেতুটি দিয়ে চলাচল করে দেওয়ানগঞ্জ গ্ৰাম পঞ্চায়েতের মিস্ত্রি পাড়া এলাকার মানুষদের। প্রশাসনিক নজরদারির অভাবে দেওয়ানগঞ্জ বাজার সংলগ্ন বুড়িতিস্তা নদীর সেতুটি ভেঙ্গে পড়ার আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় জনৈক দিলীপ হাজরা ও অরুণ শা জানান, নগর সাহেবগঞ্জ- দেওয়ানগঞ্জ সংযোগকারী রাস্তায় দেওয়ানগঞ্জ বাজার সংলগ্ন বুড়ি তিস্তা নদীর উপর সেতুটি অন্তত ১৫ বছর আগে তৈরি করা হয়েছে। কোনোদিন সেতুটি সারাই করা হয়নি। সংস্কারের অভাবে সেতুর অধিকাংশ লোহার খুঁটিতে মরিচা ধরেছে। ফুটো হয়েছে খুঁটিগুলির জলের নীচের অংশ। সেতুর উপরে গর্ত তৈরি হয়েছে। রেলিং গুলো ভেঙ্গে গিয়েছে। মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে। যে কোনও মূহুর্তে ভেঙ্গে পড়তে পারে সেতুটি। জীবন ঝুঁকি নিয়ে ওই সেতুর উপর দিয়ে মানুষের পাশাপাশি চলাচল করে ছোট যানবাহনও। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জনসংখ্যা ।স্বাভাবিক ভাবেই চাপ বাড়ছে সেতুটির উপর। তবুও সেতুটি সংস্কারের ক্ষেত্রে প্রশাসনের হেলদোল না থাকার কারণে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। দেওয়ানগঞ্জ বাজারে সপ্তাহে দুই দিন হাট বসে।হাটে প্রচুর মানুষ আসেন।কৃষিপণ্য বিক্রি করতে আসেন চাষিরা। এছাড়াও গ্ৰাম পঞ্চায়েত দপ্তর ,স্কুল,কলেজ,স্বাস্থ্যকেন্দ্র যাওয়ার জন্য এই সেতুর উপর নির্ভরশীল নগর সাহেবগঞ্জ, মিস্ত্রি পাড়া সহ সংলগ্ন গ্ৰামের মানুষ।অন্যদিকে সময় বাঁচানোর স্বার্থে ঘুরপথে না গিয়ে এই পথই ব্যবহার করায় প্রতিনিয়ত চাপ বাড়ছে জীর্ণ ও বেহাল সেতুটির উপর। তাই অবিলম্বে সেতুটির গুরুত্ব অনুধাবন করে দুর্ঘটনা এড়ানোর জন্য সংস্কারের দাবি উঠেছে স্থানীয় বিভিন্ন মহল থেকে। এলাকার ক্ষিতীশ রায়,মৃণালকান্তি রায় ও সুনীল রায় বলেন,নদী পারাপার আমাদের একমাত্র ভরসা এই সেতুটি। সেতুটির খুঁটি মরিচা ধরে ক্ষয়ে যাওয়ায় যে কোনও দিন ভেঙ্গে পড়তে পারে। দ্রুত সেতুটির মেরামত করা দরকার।’ এবিষয়ে দেওয়ানগঞ্জ গ্ৰাম পঞ্চায়েতের প্রধান ঝর্ণা রায় বসুনিয়া বলেন,আমাদের গ্ৰাম পঞ্চায়েতের পক্ষ থেকে সেতুটি সংস্কার করা সম্ভব নয়। তাই বিষয়টি জেলা কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে। এ প্রসঙ্গে জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ গোপাল রায় বলেন,সেতুটি সংস্কারের জন্য কোচবিহার জেলা পরিষদের সংশ্লিষ্ট বিভাগে জানিয়েছি । আশা করছি দ্রুত সেতুটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।