বোন ফোঁটার আয়োজন করল মালদা শহরের একদল মহিলা
নিউজ ডেস্ক, মালদা:কেউ শিক্ষিকা কেউ ব্যাংক কর্মী কেউ আবার কলেজ পড়ুয়া। মঙ্গলবার ছিল গুরু পূর্ণিমা এই দিনটিতে গত ৪ বছর ধরে বোনের মঙ্গল কামনা করে বোন ফোটার আয়োজন করেন মহিলাদের এই দল। মালদা শহরের নজরুল সরণী সংলগ্ন মালদার উঠোনে আয়োজন করা হয় বোন ফোটার। বিভিন্ন বয়সের মহিলারা একত্রিত হয়ে বোন ফোটার আয়োজন করেন। শঙ্খ বাজিয়ে নিয়ম নিষ্ঠার সঙ্গে মহিলারা পালন করেন বোন ফোঁটা। তাদের নিজেদের তৈরি মন্ত্র উচ্চারণ করে ফোটা দেন তারা। উদ্যোক্তারা বলেন,বোনের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পরলো কাঁটা। শাস্ত্রগুরু চোখ রাঙালেও বোনকে বাঁচা আশিস ফোঁটা।
এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে বোনেদের দীর্ঘায়ু কামনা করা হয়। ক্যালেন্ডারে বোন ফোটার কোন দিনক্ষণ না থাকলেও তারা আশা করেন এই দিনটি তাঁদের জন্য বোন ফোঁটার দিন।