বোমা ফাটানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
সঞ্জয় কুমার বর্মন, মাথাভাঙ্গা: বিধানসভা ভোটের ফল ঘোষণা হওয়ার পর থেকেই রাজনৈতিক সংর্ঘষে জেরবার মাথাভাঙ্গা মহাকুমা। বৃহস্পতিবার রাতে তৃনমূল কংগ্রেসের মাথাভাঙ্গা ১ নং ব্লকের নয়ারহাট বাজারে দুটি বোমা ফাটানোর অভিযোগ উঠল তৃনমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূল। ফের শুক্রবার দুপুর বেলা সংশ্লিষ্ট এলাকায় বোমা ফাটানো অভিযোগ উঠল তৃনমূলের বিরুদ্ধে। এই ঘটনার পরেও অভিযোগ অস্বীকার করে তৃণমূল। বিজেপি নেতা অশোক দেব এবং আশুতোষ সরকার জানান দুই দিন ধরে তৃনমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমা ফাটিয়ে নয়ারহাট বাজারকে নতুন করে অশান্তি করার চেষ্টা করছে। এলাকাটি এখন উতপ্ত পরিস্থিতি হয়েছে। আংশিক লকডাউন চলাকালীন কিছু দোকান খোলা থাকলেও চোখের নিমিষে দোকান বন্ধ করে দেয় ব্যবসায়ীরা বলে জানান তারা। যদিও তৃনমূলের অঞ্চল কনভেনর ইন্দ্রজিৎ রায় বসুনীয়া এবং তৃনমূল নেতা মজিরুল হোসেন জানান অভিযোগ ভিত্তিহীন। বিজেপি নিজেরাই বোমা ফাটিয়ে তৃনমূল কংগ্রেসের নামে মিথ্যা অপ্রচার করছে। এব্যাপারে মাথাভাঙ্গা এডিশনাল এসপি সিদ্ধার্থ দর্জি জানান ঘটনার ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে।