ব্যাগল উন্নয়ন বোর্ড, ভাষার দাবিত ডেপুটেশন বিরসা মুন্ডা উলগুলান সমিতির
আলিপুরদুয়ার: রাইজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরটে আদিবাসী জনজাতির উন্নয়নের দাবিত কালচিনি বিডিও অফিসত ডেপুটেশন দিল জয় বিরসা মুন্ডা উলগুলান সমিতি। এইদিন ব্যাগল আদিবাসী উন্নয়ন বোর্ড, শিক্ষাক্ষেত্রে কুরুখ ভাষার ব্যবহার, পশ্চিমবঙ্গের পুলিশ’ত বিরসা মুন্ডা উলগুলান ব্যাটেলিয়ন, চা বাগান শ্রমিকলার মজুরি বাড়ানোর দাবি আরহ সাদরি তথা নাগপুরি ভাষার সাংবিধানিক স্বীকৃতির দাবী তুলি কালচিনি ব্লকের বিডিও সুশান্ত বর্মনের হাত’ত ডেপুটেশন দিল জয় বিরসা মুন্ডা উলগুলান সমিতি। সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি কিশোর কুজুর, সম্পাদক তুফান ওড়াওঁ, কালচিনি ব্লক কমিটির সভাপতি দূর্গা খেওয়ারের নেতৃত্বত ডেপুটেশন দিয়া সাত দফা দাবি তুলি ধরে।