ব্রিলিয়ান্ট চান্দের আগে আসিল সোনাপুর সোশ্যাল এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট
নিউজ ডেস্ক, শিলিগুড়ি: সোনাপুর সোশ্যাল এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের উজ্জোকত বিতা সপ্তাহে নাচা, অংকন, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা হৈছিলো, ওটে যায় যায় ১ম, ২য় আর ৩য় হৈছে,তাক তাক আজি পুরস্কার দিছে। এই প্রতিযোগিতা টা হৈছে অনলাইন কম্পিটিশন আর বাংলাদেশের প্রতিভা গিলাও জোগ দিচে আর ওটে সহযোগিতা করিছে বাংলাদেশের এক এনজিও”দোয়েল সংস্থা”।