ব্লক জুড়ে পালিত হলো মনীষী ঠাকুর পঞ্চানন বর্মার তিরোধান দিবস

বিদ্যুৎ কান্তি বর্মন, সিঙ্গিজানি,৯সেপ্টেম্বর:-
মাথাভাঙা ২নং ব্লক জুড়ে অনুষ্ঠিত হলো জাতির জনক ঠাকুর পঞ্চানন বর্মা ৮৬ তম তিরোধান দিবস।এই দিন বুধবার অর্থাৎ বাংলা ক্যালেন্ডারের তারিখ অনুসারে ২৩ই ভাদ্র মনীষী ঠাকুর পঞ্চানন বর্মা তিরোধান দিবস।সেই উপলক্ষে বিভিন্ন সংস্থা বিভিন্নভাবে ঠাকুর পঞ্চানন বর্মা মূর্তিতে মাল্যদান মধ্য দিয়ে আবার কোথাও গাছের চারা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্লক জুড়ে তিরোধান দিবস পালন করে। ব্লক জুড়ে বিভিন্ন জায়গায় বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ থেকে শুরু করে সিঙ্গিজানি পঞ্চানন স্মারক সমিতি,যুব রাজবংশী উন্নয়ন মঞ্চ মাথাভাঙ্গা-২, সহ অনেক সংস্থায় ও বিভিন্ন ক্লাবের সদস্যরা এদিন তিরোধান দিবস পালন করেন।
সিঙ্গিজনি পঞ্চানন স্মারক সমিতির কোষাধক্ষ্য প্রতাপ রায় জানান এ বছর সামাজিক দূরত্ব মেনে ঠাকুর পঞ্চানন বর্মা মূর্তিতে মাল্যদান করে অনেক পঞ্চানন বর্মা অনুগামী সদস্যরা গাছের চারা বিলি করেও ঠাকুর পঞ্চানন বর্মা ৮৬ তম তিরোধান দিবস পালন করছে। আমরা প্রতি বছর ১লা ফাগুন জন্মদিন উপলক্ষে ইংরেজি ফেব্রুয়ারি মাসে বড় শৌলমারী গ্রাম পঞ্চায়েতের মাঠে দু’দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান মধ্য দিয়ে ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন পালন করে থাকি পরিস্থিতি স্বাভাবিক থাকলে এবছর একইভাবে তা পালন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *