ভাওয়াইয়া গান নিয়ে বিদেশ যাত্রা ময়নাগুড়ির অনিন্দিতার

বাপ্পা রায়, ময়নাগুড়ি, ১২ মার্চ : উত্তরবঙ্গের মাটির গান, প্রাণের গান এবার পৌঁছে যাবে বিশ্বের দরবারে। সেই বার্তা নিয়ে বিদেশ যাত্রার ডাক পেয়েছেন ময়নাগুড়ির গবেষক তথা বঙ্গরত্ন দীনেশ চন্দ্র রায় ও বিখ্যাত তুক্ষ্যা শিল্পী দীপ্তি রায়ের কন্যা অনিন্দিতা রায়। 

জানা যায়, নারী উৎসবে অংশগ্রহন করতে ডেনমার্ক থেকে আমন্ত্রন জানানো হয়েছে রাজ্যের ৬ জন শিল্পীকে। তার মধ্যে উত্তরবঙ্গ থেকে ভাওয়াইয়া গানকে তুলে ধরতে প্রতিনিধিত্ব করবেন অনিন্দিতা। আর এই খবর ছড়িয়ে পড়তেই খুশির হওয়া উত্তরবঙ্গ জুড়ে। এই বিষয়ে অনিন্দিতা বলেন," আমি অত্যন্ত খুশি ও গর্বিত। আমাদের এই ভাওয়াইয়া গানকে বিদেশে গিয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি। আমি নিজেকে ধন্য মনে করি।"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *