ভাওয়াইয়া স্কুল মুকুলন হৈল নিশিগঞ্জত
সঞ্জয় কুমার বর্মন, মাথাভাঙ্গা: কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার নিশিগঞ্জ ২ নাম্বার অঞ্চলত মুকুলন হইল ভাওয়াইয়ার স্কুল “সন্ধ্যাতারা শিল্পী সংস্থা”।
উত্তরবঙ্গ কেন্দ্রীয় ভাওয়াইয়া সঙ্গীত পর্ষদের এফিলেটেট পাওয়া ভাওয়াইয়া স্কুলের অধ্যক্ষ সন্ধ্যাতারা বর্মন অধিকারীর উজ্জোকত অনুষ্ঠান খান অনুষ্ঠিত হয়। হাজির আছিল উত্তরবঙ্গ কেন্দ্রীয় ভাওয়াইয়া পর্ষদের গড়েয়া পুষ্পেন বর্মন, মাড়েয়া বাবলু বর্মন, নিশিগঞ্জের পুরাতন প্রধান ঘোষাল বর্মন, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অধ্যাপক সাবলু বর্মন, বিশিষ্ট লেখক আরহ ভাওয়াইয়া বিশেষজ্ঞ অজিত কুমার বর্মা।
অনুষ্ঠানত উত্তরবঙ্গ কেন্দ্রীয় ভাওয়াইয়া পর্ষদের মুকুটমণি সহ প্রবেশ তক বিভিন্ন ক্লাসের ২০ ঝন পরীক্ষার্থীক সার্টিফিকেট প্রদান করা হয়।