ভাতা নয় চাকরির দাবি যুবশ্রী কর্মপ্রার্থীদের

নিউজ ডেস্ক,ধূপগুড়ি: আর ভাতা নয় এবার চাকরির দাবি যুবশ্রী কর্মপ্রার্থীদের। মঙ্গলবার সকালে ধুপগুড়ির বিধায়ক মিতালি রায়ের কাছে এই দাবি জানালেন অল বেঙ্গল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি যুবশ্রী কমিটি। সংগঠনের জেলা কমিটির সভাপতি মনতোষ সরকার জানান, “আমরা রাজ্যের সমস্ত বিধায়ক, সাংসদ, ডিএম, বিডিওকে স্মারকলিপি পেশ করছি । আমাদের একটাই দাবি ভাতা নয় চাকরি চাই। ” সংগঠনের আরো দাবি সরকারি যে কোন চাকুরিতে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ নাম নথীভুক্তদের অগ্ৰাধিকার দেওয়া হবে। কিন্তু আজ পর্যন্ত তা হয়নি। বিধায়ক মিতালি রায় জানান, “যুবশ্রী কর্মপ্রার্থীরা একটি স্বারকলিপি দিয়েছেন । তাদের দাবিটি আমি সরকার তথা মূখ্যমন্ত্রীর কাছে তুলে ধরব।” উল্লেখ্য ২০১৩ সালে মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে যুবশ্রী প্রকল্প চালু করেন। যেখানে অষ্টম শ্রেণী উত্তীর্ণ এবং ১৮ বছরের বেশি যুবক যুবতীরা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম নথীভুক্তের মাধ্যমে মাসিক ১৫০০ টাকা করে ভাতা পান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *