ভাবের হাট জলেশ্বর মন্দিরে শিব পূজা উপলক্ষে মেলার আয়োজন
নিজস্ব সংবাদদাতা: শীতলকুচি:
রবিবার দেখা গেল শীতলকুচি ব্লকের গোসাইরাট অঞ্চলের অন্তর্গত ভাবের হাট জলেশ্বর শিব মন্দির সেজে উঠছে। আর এই শিব পূজা উপলক্ষে আগামীকাল থেকেই শুরু হবে শিবের মাথায় জল ঢালার অনুষ্ঠান ও শিব পূজা উপলক্ষে আয়োজিত হবে মেলা, গোটা শ্রাবণ মাস ধরে অর্থাৎ শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার শিবের মাথায় জল ঢালা ও মেলা অনুষ্ঠিত হবে বলে জানায় ভাবের হাট জল্পেশ্বর শিব মন্দির পূজা কমিটির সদস্যরা ।এই বিষয়ে শিব পূজা কমিটির প্রাক্তন সভাপতি খোকা রায় জানান ,প্রত্যেক বছরের ন্যায় এ বছরও শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার ভাবের হাট জলেশ্বর শিব মন্দির শিবের মাথায় জল ঢালা ও মেলার আয়োজন করা হয়েছে। আগত পুণ্যার্থীদের জন্য নিরাপত্তা ব্যবস্থার সুবন্দোবস্ত করা হয়েছে ।