ভারত-বাংলাদেশ মৈত্রী সাইকেল রেলি

সুবল গোপ, উত্তর দিনাজপুর:- ভারত-বাংলাদেশ দুই দেশের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলতে ৬৬ দিনের ভারত-বাংলাদেশ মৈত্রী সাইকেল রেলি পৌঁছাল শুক্রবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার ১৩৫ বিএন বিএসএফ এর বারনন্দী বিওপিতে। এদিন বিকেলে এই মৈত্রী সাইকেল রেলিটি বারনন্দী বিওপিতে পৌঁছালে আনুষ্ঠানিকভাবে ওই রেলিকে স্বাগত জানান ১৩৫বিএন বিএসএফ এর অধিকারিকগন। বিএসএফ সূত্রে জানা গেছে এই মৈত্রী রেলি গত ১০জানুয়ারি পশ্চিমবঙ্গের পানিতর বিওপি থেকে যাত্রা শুরু করেন। ৬৬ দিনের যাত্রায় মোট ৪,০৯৭ কিলোমিটার পাড়ি দিয়ে আগামী ১৭ই মার্চ মিজোরামের সিলকোর বিওপিতে পৌঁছাবেন। এদিনের এই মৈত্রী রেলিকে স্বাগত জানিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সৌজন্য সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন, ১৩৫ বি এন বি এস এফ এর কোম্পানি কমান্ডেন্ট রাকেশ সিনহা এবং বাংলাদেশের ঠাকুরগাঁও বিজিবির কর্নেল মহম্মদ শহিদুল ইসলাম। এছাড়াও বি এস এর অধিকারিকগন উপস্থিত ছিলেন। এদিনের মৈত্রী সাইকেল রেলি দেখতে সীমান্ত গ্রামের বেশ কিছু মানুষ উপস্থিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *