ভিক্ষা করি দিন চালা দরিদ্র একটা বুড়ি মানষিক সাহাইয্যের হাত গাভুর সংঘের
খবরিয়া, রায়গঞ্জ : উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের ১২ নং বড়ুয়া গ্রাম পঞ্চায়েত এলাকার রাঙ্গাপুকুর গ্রামের পাছে পড়া দরিদ্র ভিক্ষা করি খাওয়া বুড়ি মানষি ঝুনু্ বর্মন অক দুই মাসের খাবার জিনিস, কাপড়চোপড় দিয়া সাহাইয্য করিল রাজবংশী গাভুর সংঘ। গাভুর সংঘের মাড়েঞা আরহ The West Bengal Rajbanshi Development and Cultural Board সদস্য মোহনলাল সিংহ কন, হামরা একটা দৈনিক খবরের পেপার অত ঝুনু বর্মনের অসহায় অবস্থার কথা পড়ি, আজি শুকুর বার গাভুর সংঘের উজ্জোগত স্বাস্থ্যবিধি মানিয়া গাভুর সংঘের সদস্যলা ঝুনু বর্মনের হাতত খাইদ্য সামগ্রী আর জামাকাপড় তুলি দেয়। গাভুর সংঘের পক্ষ থাকি ঝুনু বর্মন অক জয় বাংলা প্রকল্পের ভাতার ব্যবস্থা করা হবে প্রশাসনক কয়া।এই ব্যাপারে ঝুনু বর্মন কন যে, মোর থাকার ঘরটর নাই। ঢালু বর্মন মোক উমার বাড়িত থাকির জাগা দিসে। সরকার যাতে মোর ঘরের ব্যবস্থা আর ভাতার ব্যবস্থা করি দেয় তার বাদে গাভুর সংঘ সাহাইয্য করিবে।