ভুটভুটি চালকের ছেলের নজরকাড়া ফল,অধ্যাপক হতে চায় অসীম বর্মন
ফালাকাটা : উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নজরকাড়া ফল করে তাক লাগিয়ে দিলো ভুটভুটি চালকের ছেলে অসীম বর্মন।৪৮০ নম্বর পেয়ে ফালাকাটা ব্লক সেরা হয়েছে সে।অসীম এবছর ময়রাডাঙ্গা গপ্পু মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়। অসীমের বাড়ি ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের পূর্ব ঝাড় বেলতলী এলাকায়।বাবা রজনী কান্ত বর্মন পেশায় ভুটভুটি চালক।ভুটভুটি চালিয়ে জীবিকা নির্বাহ করেন তিনি।পরিবারের উপার্জনকারী বলতে একাই তিনি। সামান্য উপার্জনে ছেলেকে সব বিষয়ে গৃহ শিক্ষক দিতে না পেরে আক্ষেপ করছেন তিনি।সমস্ত বিষয়ে গৃহ শিক্ষক দিলে হয়তো রাজ্যের মেধা তালিকায় ছেলের নাম উঠতো।তবে ছেলের এই সাফল্যে ভীষণ খুশি তিনি।খুশি মা কণিকা বর্মন সহ দুই দিদিও।অসীম বাংলায়- ৯৩, ইংরেজিতে – ৯৬, এডুকেশনে – ৯৯, ভূগোলে – ৯৭, সংস্কৃতে – ৯৫ নম্বর পেয়েছে।অসীমের ফলাফলে ভীষণ খুশি বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবাল দেবনাথ। ভবিষ্যতে ইংরেজি নিয়ে পড়ার ইচ্ছা অসীমের।নিজের সাফল্যে খুশি সে, তবে আর একটু চেষ্টা করলে ভালো হতো বলে জানায় সে।তার এই সাফল্যের কৃতিত্ব পরিবার সহ বিদ্যালয়ের শিক্ষক ও গৃহ শিক্ষকদের দিয়েছে সে।ভবিষ্যতে সে অধ্যাপক হতে চায়।আর্থিক প্রতিকূলতার মধ্যেও ছেলের স্বপ্ন পূরণের চেষ্টা চালিয়ে যাবেন বলে জানান অসীমের বাবা মা।অসীমের গৃহ শিক্ষক মহাদেব দাস জানান,সে বরাবরই পড়াশুনায় ভালো ছিলো। তাঁর এই ফলে আমরা গর্বিত।তবে ব্লকের সেরা হওয়ার পরও কেউ তাকে অভিনন্দন জানাতে না আসায় হতাশ তিনি।বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, শুক্রবার অসীম সহ সকল কৃতিদের সংবর্ধনা প্রদান করা হবে।