ভুয়ো সরকারি আধিকারিক কে গ্রেপ্তার করল ঘোকসাডাঙ্গা পুলিশ

পরিমল বর্মন, ঘোকসাডাঙ্গা, ৩১ আগস্ট :- নিজেকে একজন উচ্চ পদস্থ সরকারি আধিকারিক বলে লোকের কাছে দাবি করতো। কখনও নিজেকে ডিএসপি, কখন আইপিএস অফিসার বলে বেড়াতো লোকের কাছে। কিন্তু শেষ মেষ পুলিশের ফাঁদে পরল এই ভুয়ো আধিকারিক। অভিযুক্তকে গ্রেপ্তার করে তদন্তে পুলিশ। জানা গিয়েছে, মাথাভাঙ্গা ২ ব্লকের ঘোকসাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছোট শিমুল গুড়ি গ্রামের বাসিন্দা দেবজিত রায় এলাকায় বিভিন্ন জনের কাছে কখনও বলত তিনি একজন ডিএসপি, আবার কখনও আই পি এস আবার কখনও এডিএম বলে প্রচার করত। বুধ বার কোচবিহার চা বাগান সংলগ্ন নাকা চেক পোস্টে পুলিশ যখন গাড়ী তল্লাসি করতে যায় দেবজিত বাবু নিজেকে একজন আইএএস আধিকারিক বলে দাবি করে। পুলিশ সেই বিষয়ক কাগজ দেখতে চাইলে কোন বৈধ কাগজ দেখাতে পারেনি দেবজিত। পরে ভুয়ো আধিকারিক সেজে ধাপ্পা দেওয়ার অপরাধে দেবজিত রায় কে গ্রেপ্তার করে। দিবজিতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্তে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *