ভোটপট্টিতে পুলিশের ক্যাম্প স্থানান্তরিত করা নিয়ে বাধা স্থানীয়দের

ময়নাগুড়ি, 30 শে জুন :: ময়নাগুড়ি থানার ভোটপট্টি পুলিস ক্যাম্প অন্যত্র সরিয়ে নিতে বাধা স্থানীয়দের। বৃহস্পতিবার বিকেলে ক্যাম্পের সামনে কয়েকশো মানুষ এনিয়ে বিক্ষোভ দেখায়। তারা জানায় পুলিশ ক্যাম্প অন্যত্র সরিয়ে নিলে বৃহত্তর আন্দোলনে সম্মুখীন হবেন। জানা গেছে, ময়নাগুড়ি থানার এই পুলিশ ক্যাম্পটি রাজারহাট বাজারে স্থানাতরিত হবে।
উল্লেখ্য, 1998 সালে ভোটপট্টি বাজার ও অত্র এলাকার মানুষের নিরাপত্তার সার্থে ময়নাগুড়ি পুলিশের একটি ক্যাম্প বসানো হয় ভোটপট্টি রাইসমিল কোয়াটারে। কিন্তু দীর্ঘদিন যাবত এই কোয়াটার মেরামত না হওয়ায়, থাকার অনুপযোগী হয়ে পরেছে। বর্তমানে একজন ASI সহ মোট 7 জন কনস্টেবল থাকেন এখানে। তারা ক্যাম্পের মেরামতের আবেদন করেছেন।
দীর্ঘদিন যাবত এলাকায় ক্যাম্প রয়েছে, হটাৎ এই ক্যাম্প স্থানান্তরিত হবে জেনে চিন্তিত স্থানীয়রা। এদিন তাই তারা ক্যাম্পের সামনে জড়ো হয়ে, স্থানান্তরের বিরুদ্ধে বিক্ষোভ দেখায়। যদিও বিক্ষোভের পর পুলিশ কর্মীদের নিতে আসা থানার গাড়ি ফেরত যায়।
বাসিন্দাদের মধ্যে খোকন চক্রবর্তী ও পরিতোষ সরকার জানান আগামীকাল তারা থানায় লিখিত আবেদন দেবেন এবং পুলিশ ক্যাম্পের মেরামত করবেন।
এবিষয়ে পুলিশের তরফে কোনো বিবৃতি পাওয়া যায় নী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *