ভোটপর্ব শেষ হলেও পঠনপাঠন চালু হয়নি বারবিশা হাই স্কুলে, ক্ষুব্ধ ছাত্রছাত্রীদের অভিভাবকরা
দেবাশীষ রায়, বারবিশা, ১৮ জুলাইঃ পঞ্চায়েত ভোটের আগে থেকেই বন্ধ রয়েছে কুমারগ্রাম ব্লকের বারবিশা হাই স্কুল। ওই স্কুল মাঠে কুমারগ্রাম ব্লকের ডিসিআরসি করা হয়েছিল। ভোট শেষে গত ১১ জুলাই সেখানে ভোট গণনাও হয়। কিন্তু ভোট গণনার ৬ দিন পার হয়ে গেলেও স্কুল না খোলাতে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা।অভিভাবকদের কয়েকজন জানান, ভোটের আগে থেকেই স্কুল বন্ধ। এতে ছাত্রছাত্রীদের ক্ষতি হয়ে যাচ্ছে। সঠিক সময়ে সিলেবাস সম্পূর্ণ হবে না। এই পরিস্থিতিতে দ্রুত স্কুল খোলার দাবি জানিয়েছেন অভিভাবকরা। জানা গিয়েছে, ভোটের আগে বারবিশা হাই স্কুল অধিগ্রহণ করা হয়। ভোট কর্মীদের প্রশিক্ষণ থেকে শুরু করে ভোট গণনা – সব কিছুই এই স্কুলে হয়েছে। যার ফলে স্কুলের পঠনপাঠন বন্ধ থাকে। কিন্তু ভোট গণনার ৬ দিন পরেও স্কুল না খোলাতে বিতর্কের সৃষ্টি হয়েছে এলাকায়। জানা গিয়েছে, আগস্ট মাসের প্রথম সপ্তাহে স্কুলে পরীক্ষা অনুষ্ঠিত হবে। অথচ বন্ধ রয়েছে স্কুল। কীভাবে শেষ হবে সিলেবাস? তা নিয়ে উদ্বিগ্ন শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে অভিভাবকরা। আপাততঃ স্কুলটি অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। জানা গিয়েছে, মঙ্গলবার স্কুল খোলার বিষয়ে শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় স্কুলের পরিচালন সমিতির সভাপতি মুকুল তরফদার, প্রধান শিক্ষক বিমলকুমার বসুমাতা সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। স্কুল চত্বর ও ক্লাস পরিষ্কার-পরিচ্ছন্ন করে শুক্রবার থেকে স্কুল খুলে ক্লাস চালু করার বিষয়ে উদ্যোগ নেওয়া হবে বলে জানান পরিচালন সমিতির সভাপতি মুকুল তরফদার ও প্রধান শিক্ষক বিমলকুমার বসুমাতা।