ভোটপাট্টিতে তিরোধান দিবস পালন
নিজ খবরিয়া, ময়নাগুড়ি: বুধবার কেপিপি এর ময়নাগুড়ি ব্লকের পক্ষ থেকে জগদীশ রায় ও ত্রিদীপ সিংহের নেতৃত্বে ভোটপাট্টির দুরগাবাড়িতে উত্তর-পূর্ব ভারতের মণীষী ঠাকুর পঞ্চানন বর্মার ৮৫ তম তিরোধান দিবস পালন করা হয়। উপস্থিত ছিল কেপিপির কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক বুধারু রায়, কেপিপির জলপাইগুড়ি জেলা কমিটির সভাপতি বিমল বম্মন, ময়নাগুড়ি কলেজের অধ্যাপক কালিশঙ্কর রায়, কেএসও এর কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক জয়ন্ত রায়, কেএসও এর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সঞ্জয় রায় প্রমুখ। সভায় মণীষী ঠাকুর পঞ্চানন বর্মার জীবনী নিয়ে বিভিন্ন আলোচনা করেন সভায় উপস্থিত প্রধান ভাষণীয়ারা। কেপিপির জলপাইগুড়ি জেলা কমিটির সভাপতি বিমল বর্মন জানান, উত্তরবঙ্গের রাজবংশী, নস্যশেখ, খেন, নাথযোগি, মোদক ইত্যাদি তথা কামতাপুরি জাতির মানুষের মণীষী ঠাকুর পঞ্চানন বম্মা যাতে উত্তরবঙ্গের প্রতিটা ভূমিপুত্রের মাঝে স্মরণীয় হয়ে থাকে তার জন্য এই ধরনের দিবস পালন করা হয় এবং যাতে প্রতিটা মানুষ ঠাকুর পঞ্চানন বম্মা সম্পর্কে সঠিকভাবে জানতে পারে তার জন্য এই প্রচার অভিযান।