ভোটের দিন বানারহাটের নাথুয়ায় সাংবাদিকদের উপর হামলা, প্রতিবাদে সরব কুমারগ্রাম-আলিপুরদুয়ার ২ প্রেস ক্লাব
নিজস্ব সংবাদদাতা, কামাখ্যাগুড়ি, ১০ জুলাইঃ পঞ্চায়েত ভোটের দিন জলপাইগুড়ি জেলার বানারহাটের নাথুয়ায় পঞ্চায়েত সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে সরব হল কুমারগ্রাম-আলিপুরদুয়ার ২ প্রেস ক্লাব। সোমবার ওই প্রেস ক্লাবের পক্ষ থেকে আলিপুরদুয়ারের জেলাশাসক, পুলিশ সুপার, কুমারগ্রাম ব্লকের বিডিও ও কুমারগ্রাম থানার আইসির কাছে প্রতিবাদপত্র পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের দিন নাথুয়ার একটি বুথে ছাপ্পা ভোট হচ্ছে বলে খবর পান সাংবাদিকরা। সাংবাদিকরা খবর সংগ্রহের জন্য সেখানে উপস্থিত হলে একদল দুষ্কৃতী সাংবাদিকদের উপর হামলা চালায়। এতে ৬ জন সাংবাদিক গুরুতর আহত হন। ঘটনার তীব্র নিন্দা করেন কুমারগ্রাম-আলিপুরদুয়ার ২ প্রেস ক্লাবের সদস্যরা।