ভোটের ফল ঘোষণার দিন বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের
ডেস্ক রিপোর্ট:পশ্চিমবঙ্গে ভোটের ফল ঘোষণা হবে ২রা মে। আর ঐদিন থেকে ব্যাপক প্রাকৃতিক বিপর্যয়ের খবর দিল আবহাওয়া দপ্তর। মধ্য ভারত থেকে পূর্ব ভারত পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও ভারী শিলাবৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। আজ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে আবহাওয়া দপ্তর।আগামী ২রা মে থেকে ৬ই মে পর্যন্ত উত্তরবঙ্গ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বজ্রবিদ্যুৎ, ঝড় ও ব্যাপক শিলাবৃষ্টি হতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এরপর ৭ই মে থেকে ১১ই মে পর্যন্ত কোচবিহার, জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।